ছাত্রদলের সন্ত্রাস-অপকর্ম

বরিশালে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত ২০ 


বরিশাল নগরীতে কেন্দ্রীয় নেতাদের সামনেই ছাত্রদলের কর্মিসভায় দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। 

হামলা-পাল্টা হামলা ও চেয়ার ভাংচুরের ঘটনায় ছাত্রদলের কর্মিসভা পণ্ড হয়ে যায়। গতকাল দুপুরে সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক শাফিন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রাসেদ।


লক্ষ্মীপুরে প্রেসক্লাবে ছাত্রদলের সন্ত্রাসী হামলা-ভাংচুরঃ
 দূর্বার প্রতিনিধি শান্তসহ ৩ সাংবাদিক আহত











দূর্বার ডেস্কঃ
নাশকতার সচিত্র প্রতিবেদন তুলে ধরায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আকস্মিক হামলা চালিয়ে ভাংচুর করেছে লক্ষ্মীপুর ছাত্রদল সন্ত্রাসীরা। এ সময় দূর্বার নিউজ ২৪ ডট কমের লক্ষ্মীপুর প্রতিনিধিসহ ৩ সাংবাদিক আহত হয়। সকাল ১১টার দিকে প্রেস ক্লাব সম্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক সাহাব উদ্দিন সাবুর উপস্থিতিতে পৌর ছাত্রদলের সভাপতি বাবরের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা আকস্মিক ভাবে ক্লাবের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর এবং মূল গেইট তছনছ করে। তাদের হামলায় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েসন এর লক্ষ্মীপুর জেলা সভাপতি, দূর্বার নিউজ ২৪ ডট কমের লক্ষ্মীপুর প্রতিনিধি ও দৈনিক নতুন চাঁদ পত্রিকার বার্তা সম্পাদক আরাফাত হোসাইন শান্ত, দৈনিক সরেজমিনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন সহ ৩ জন আহত হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে  লক্ষ্মীপুরের জকসিন বাজারে ১৮ দলীয় জোট সমর্থকরা আওয়ামীলীগের মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে লাটি, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হয় ২০ জন। ভাংচুর করা হয় সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহবায়ক নিজাম পাটোয়ারীর মালিকানাধীন ১০/১৫ টি দোকান। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দুই সাংবাদিককে লাঞ্চিত করে তাদের ক্যামরা ছিনিয়ে নেয় হরতাল সমর্থকরা।
উক্ত সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানান, আহত সাংবাদিকরা।
এদিকে, লক্ষ্মীপুর প্রেসক্লাবে হামলা ও সাংবাদিক মারধরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারন সম্পাদক কামাল হোসেন। এ নিয়ে আজ বিকাল ৫ টায় কার্য নির্বাহী সদস্যদের নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছে লক্ষ্মীপুর প্রেসক্লাব।

রাজশাহীতে কর্মী সভায় দু’গ্র্বপের সংঘর্ষ, আহত ৫ ছাত্রদলের অন্ত:কোন্দল প্রকাশ্যে

01/09/2013 | 

005














স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মহানগর ছাত্রদলের কর্মি সভায় অন্ত:কোন্দলের জের ধরে দু’গ্র্বপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি চেয়ার ও জানালার কাঁচ ভাংচুর করা হয়। এতে উভয় পৰের ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় 

বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতারা উপসি’ত ছিলেন।প্রত্যাৰদর্শীরা জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভাকে সফল করতে মহানগর ছাত্রদল কর্মি সভার আয়োজন করে। মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের আহবায়ক ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তাদের বক্তব্য শেষ হওয়ার পর পরই মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টু বক্তব্য না দিতে দেয়ায় তার সমর্থক লিংকন সভার সঞ্চালক মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক শাহ মাঈনুল ইসলাম চৌধুরী শান্ত’র সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় সাধারন সম্পাদক গ্র্বপের কর্মী পিচ্চি শাকিল তার প্রতিবাদ করায় দু’গ্র্বপের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিৰুদ্ধ নেতাকর্মিরা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের উপসি’তে বেশ কয়েকটি চেয়ার ও জানালার কাঁচ ভাংচুর করে এবং সাধারন সম্পাদক শাহ মাঈনুল ইসলাম চৌধুরী শান্তকে লাঞ্ছিত করে। পরে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উঠে পরিসি’তি শান্ত করেন। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস’লে উপসি’ত হয়।

তবে একটি সুত্র জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর যুবদলের আহবায়ক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম সভার ব্যানারে দেয়া হলেও মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নাম সেখানে দেয়া হয়নি। এতে ৰুদ্ধ হয়ে উঠেন মিলন সমর্থিত ছাত্রদলের একাংশের কর্মী। বিএনপি নেতা মিলন পন’ী ছাত্রদল নেতা লাল্টুর নেতৃত্বে নেতাকর্মীরা সভায় বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালায়। যদিও শফিকুল হক মিলন রাজশাহীর বাইরে ছিলেন বলে জানা গেছে। সুত্র আরো জানায়, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পন’ী সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম চৌধুরী শান্ত এবং মহানগর সাধারন সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন পন’ী সভাপতি মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক লাল্টুর সঙ্গে দীর্ঘ দিন ধরে দুই ভাগে বিভক্ত রয়েছে মহানগর ছাত্রদল। এরই বর্হি:প্রকাশ ঘটে কর্মী সভায়।

ডোমারে ছাত্রদলের কমিটি নিয়ে কোন্দল; ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ আহত ৮













নিজস্ব সংবাদদাতা, নীলফামারী॥ নীলফামারীর ডোমারে বিএনপির অঙ্গ সংগঠন ডোমার পৌরশাখার ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদটি নিয়ে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডোমার শহরে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় পরিস্থিতি এমনটাই হয়েছে ডোমার ছাত্রদলের পৌরকমিটির ঘোষিত সাধারণ সম্পাদক পদে অছাত্র, দুটি বিয়ে এবং ২ সন্তানের জনক হাবিবুর রহমান হাবিব কে অচিরেই অপসারণ করা না হলে ডোমারের ৩৯ জন ছাত্রদল নেতাকর্মী দল ত্যাগের আল্টিমেটাম দিয়ে নীলফামারী জেলা ছাত্রদলের আহবায়কের কাছে পত্র দিয়েছে।
অভিযোগে জানা যায়, চলতি বছরের গত ১৪ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে শাহিন আলম শান্ত উপজেলা ছাত্রদলের সভাপতি ও আনোয়ার হোসেন পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। উপজেলা ও পৌর শাখার সম্পাদক পদে ২ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে শুরু হয় হট্টগোল হাতাহাতি আর চেয়ার ভাংচুর। এক পর্যায় মামুনুর রশীদ বসুনিয়া সজিবের পক্ষের লোকজন জেলা ছাত্রদলের গাড়িতে হামলা চালালে কাউন্সিল অধিবেশনে শুধু মাত্র উপজেলা ও পৌর কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়।

পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বিকারী সোহেল রানা অভিযোগ করে বলেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আরেক প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব স্যা্েন্ডা গেঞ্জির দোকানদার ও অছাত্র । তার দুইটি বিয়ে, বাচ্চা ও কয়েকটি মামলা রয়েছে। এসব অছাত্রদের নিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযম ডোমার ছাত্রদলের পৌর শাখার সাধারণ সম্পাদক করে রবিবার ৯১ সদস্যের কমিটি অনুমোদন করেন। তিনি আরো বলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত ও পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের কোন ছাত্রত্ব নেই এবং তারা এসএসসি পাস করলেও কলেজের গণ্ডি পর্যন্ত যেতে পারেনি। এ ঘটনায় ডোমারের ৩৯ জন ছাত্রদল নেতাকর্মী দল ত্যাগের আল্টিমেটাম দিয়ে নীলফামারী জেলা ছাত্রদলের আহবায়কের কাছে পত্র দিয়েছে।

ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত সেল ফোনে বলেন কমিটিতে অছাত্র কেউ নেই। তিনি ছাত্র কিনা জানতে চাইলে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন ছাত্র দিয়ে ছাত্র রাজনীতি হয়না। কারণ ছাত্ররা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। ফলে ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকেনা। তাই অছাত্ররাই ছাত্রদল পরিচালনা করবে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ
                                         2013-09-17 08:23 AM  








ক্যাম্পাস ডেস্ক: অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

কলেজ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শোয়েব আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এর জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে উভয়পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিকট শব্দে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে কলেজের প্রধান ফটকের সামনে ব্যাটারি চালিত পাঁচটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এসময় দুই পথচারী সামান্য আহত হয়।
সুত্রঃক্যাম্পাস নিউজ 

মৌলভীবাজারে আভ্যন্তরীন কোন্দলে ছাত্রদল নেতা খুন : নিহতের লাশ নিয়ে মিছিল

Image
স্টাফ রিপোর্টার॥ ২১-০২-২০১৪ 
মৌলভীবাজারে জেলা ছাত্রদলের আভ্যন্তরীন কোন্দলের জের ধরে কুপিয়ে হত্যা করেছে  ছাত্রদল পৌর ছাত্রদলের সহ-সভাপতি মিলাদুর রহমান মিলাদ (২৫) কে। ১৯ ফেব্রুয়ারি বুধবার রাত ১টায় দিকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
জেলা বিএনপির সভাপতি নাসের রহমান গ্রুপের সমর্থক মিলাদুর রহমান মিলাদ সদর উপজেলার জগন্নথপুর গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে।
মৌলভীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, ঘটনার দিন বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের সম্মুখ থেকে মিলাদ নিখোঁজ হন। রাত ১১টার দিকে শহরের নতুন বাস টার্মিনালের পাশে আহত অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আসে।  অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টায় ঢাকা নেওয়ার পথে ছাত্রদল নেতা মিলাদুর রহমান মিলাদ মারা যায়। এছাড়াও মিলাদের এক সহযোগী আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ২০ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে ময়না তদন্ত শেষে দোষীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল জেলা বিএনপির সভাপতি নাসের রহমান গ্রুপ। মিছিলটি সদর হাসপাতাল থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকা প্রদক্ষিণ শেষে চৌমোহনায় সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গ্রুপের জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জল, যুগ্ন আহ্বায়ক গাজী মারুফ, রাজু, আলদ্বীন, খায়রুল, সাগর, ইমনসহ কয়েকজন নাম উল্লেখ করে বলা হয় মিলাদকে অপহরণ করে নিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তারা শহরের জুগিডহর এলাকায় নতুন বাস টার্মিনালের পাশে গুরুত্বর আহতবস্থায় ফেলে রাখে। এলাকাবাসী আহতবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ছাত্রদলের ‘বাবা কমিটি’ ও নতুন ধারা

                                          আগস্ট ০৩, ২০১৩ |
চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা
আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে দখল বা টেন্ডারের ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি-খুনোখুনি এসব ছাত্রলীগের একচ্ছত্র ‘অধিকার’। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ছাত্রদল যে সে সুযোগ পাবে না, তা জানা কথা। কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলে না, চর্চা-অনুশীলনের ব্যাপার তো আছে! চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কর্মীরা তাই নিজেদের সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে, দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে এবং সর্বোপরি কার্যালয়ে আগুন দিয়ে, ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ স্লোগানের যথার্থ প্রমাণ করেছেন সম্প্রতি।
এত দিন পর খবরে এল ছাত্রদল। প্রথমে একটি কমিটি ঘোষণা, অতঃপর সেই কমিটিকে ঘিরে প্রায় সপ্তাহব্যাপী সহিংস উত্তেজনার কারণে সংবাদমাধ্যমে উঠে আসতে পারল ছাত্রদল। 

দীর্ঘদিন পর গত ২১ জুলাই কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। ১৫১ সদস্যের কমিটি গঠনের বিধান থাকলেও (আগে ছিল ৮১ সদস্য) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাত্র ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিতরা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুরুতে মিছিল সমাবেশ ও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলেও পরে সহিংস হয়ে ওঠে। ক্ষোভের আগুনে যেমন পুড়েছে দলীয় কার্যালয়, তেমনি পুড়েছে নগর বিএনপির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও।
গৌরনদীতে যুবদল-ছাত্রদল নেতাদের ওপর হামলা

 দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদীতে ৩ যুবদল নেতাকে কুপিয়ে ও ৩ ছাত্রদল নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দলীয় প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গৌরনদী উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক আলহা্ব মাসুদ হাসান মিটু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্শেদ মাসুদ ও যুবদল নেতা তোফাজ্জেল তালুকদার শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরনদী উপজেলা সদরের মৌরী ক্লিনিকের সামনে চায়ের দোকানে বসে চা পানকালে বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সমর্থক উপজেলা ছাত্রদলের একাংশের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা শহিদ সরদার, হাবুল সরদার ও সবুজের নেতৃত্বে ২৫-৩০ জন যুবদল কর্মী মোটরসাইকেলের ব্যারিকেড দিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। 


এ সময় হামলাকারীরা ওই তিন যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এর কিছুক্ষণ পরে হামলাকারীরা উপজেলার নাঠৈ বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের মহড়া নিয়ে গিয়ে সেখানে থাকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর খান, সবুজ হাওলাদার এবং সবুজ সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। 

রাজশাহীতে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

রাজশাহীতে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর ছাত্রদলের কর্মী সভায় দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালানো হয়। মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে শনিবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক কর্মী সভার আয়োজন করে ছাত্রদল। সভায় মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু এবং দলের কেন্দ্রীয় নেতা সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন। তাদের বক্তব্য শেষ হওয়ার পর পরই বক্তব্য দিতে না দেয়ার অভিযোগ তুলে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টুর নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা হামলা চালিয়ে মহানগর বিএনপির কার্যালয়ের চেয়ার টেবিল ও জানালার কাঁচ ভাংচুর করে। এতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্র“পের সঙ্গে লাল্টু গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী শান্ত বলেন, পদ বঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী এ হামলা চালায়। ভূল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম কর্মী সভার ব্যানারে দেয়া হলেও মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নাম দেয়া হয়নি। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে ছাত্রদলের এ কর্মী সভায় আসেন নি। মিলনের নাম ব্যানারে না দেয়ায় তার পন্থী লাল্টুর নেতৃত্বে একাংশের নেতাকর্মীরা এ হামলা চালায়।
রাজশাহী, ৩১ আগস্ট (বিডিলাইভ রিপোর্ট// 

পল্টনে ছাত্রদলের কোন্দলের জের, ককটেল-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে পদবঞ্চিতদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটে। বুধবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টোদিকে ভাসানী মিলনায়তনে বুয়েট ছাত্রদলের সঙ্গে মতবিনিময়ে বসে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।এ সময় ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী ভাসানী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। মতবিনিময় শেষে কেন্দ্রীয় কমিটির নেতারা বেরিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। ‌এ সময় ছাত্রদলকর্মীরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। ভাঙচুর করেন একটি মাইক্রোবাসসহ দুটি গাড়ি।পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ছাত্রদলকর্মীরা মূল রাস্তা থেকে সরে আশপাশের গলিতে অবস্থান নেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাঈদুর রহমান সাঈদসহ ৬ জনের নামে কারণ দর্শ‍ানো নোটিশ জারির জের ধরে এই সংঘর্ষ হয়। তবে ছাত্রদলের বতর্মান কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিতরা বিক্ষোভ করে আসছেন। 


রামগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

 ২৯/১১/২০১৩ ৪:৫৫ অপরাহ্ন
Hottaরামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ১০ নং ভাট্রা ইউপির নান্দিয়ারা জাইল্লা বাড়ি নামক স্থানে শুক্রবার ভোরে দুস্কৃতিকারীরা করপাড়া ইউপি যুবদরের সহ-সভাপতি মনির হোসেন (৩৫)কে গুলি করে হত্যা করে লাশ রাস্তার উপর ফেলে রাখে। খবর পেয়ে থানার পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরন করে। নিহত মনির হোসেন করপাড়া ইউপির শ্রীপুর গ্রামের দেবের বাড়ির মৃত কলিম উল্যাহর বড় পুত্র।
জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্কৃতিকারীরা মনির হোসেন কে শ্রীপুর গ্রাম থেকে নিয়ে যায়। রাত ১টার দিকে মোবাইল ফোনে মনির ছোট ভাই মহসিন ও স্ত্রীকে ১০ লক্ষ টাকা নিয়ে উদ্ধার করতে অনুরোধ করে। নিহতের ভাই মহসিন বলেন,দাবীকৃত টাকা ও র্স্বনালংকার নিয়ে র্নিধারিত স্থানে যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। ভোর পানিয়ালা-নরিমপুর সড়কের নান্দিয়ারা জাইল্ল্যা বাড়ি নামক স্থানে নিয়ে হত্যা করে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাহার ভিপি বলেন,রাজনীতি প্রতিহিংসা মনিরকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে হাত-পায়ের নখ তুলে ফেলাসহ শরীরিরে বিভিন্ন স্থান আঘাত করার পর মাথা গুলি করে মুত্যু নিশ্চিত হয়ে লাশ রাস্তার উপর ফেলে রাখে। রামগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজা মাহাবুব আলফু বলেন,আভ্যন্তরিন কোন্দলের কারনে মনির কে হত্যা করতে পারে। তার বিরুদ্ধে রামগঞ্জ,চাটখিল,সুধারাম ও সোনাইমুড়ি থানা ডাকাতি,অস্ত্র,মাদক ও 
অপহনের কয়েকটি মামলা রয়েছে।
Ramgonj Photo-29(1)





গৌরনদীতে ছাত্রদলের হামলা-পাল্টা হামলায় আহত ৪  
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বুধবার দুপুরে ও রাতে বিএনপির দুই নেতা সমর্থিত ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ৪ ছাত্রদল নেতা আহত হয়েছে। আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

জানা গেছে, বরিশাল সদর উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুছুর রহমান ও গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টুর মধ্যে দীর্ঘদিন যাবত্ দলীয় কোন্দল চলে আসছিল। এর জেরে দু’পক্ষের মধ্যে কিছুদিন ধরে সংঘাত-হানাহানি লেগেই রয়েছে। এ নিয়ে কুদ্দুছ সমর্থকরা সম্প্রতি মো. বদিউজ্জামান মিন্টুসহ তার সমর্থকদের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা করে। ওই মামলায় মো. বদিউজ্জামান মিন্টু, তার ভাগ্নে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ সরদার এবং ছাত্রদল নেতা নয়ন খান অতিসম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পায়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আকন কুদ্দুস সমর্থকরা গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মামুন বেপারী ও ৬ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রায়হান খান দলীয় কাজে উপজেলা সদরের দক্ষিণ পালরদীতে সরকারি গৌরনদী কলেজ ছাত্রাবাসে যায়। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এ সময় মো. বদিউজ্জামান মিন্টু সমর্থক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ সরদার ও ছাত্রদল নেতা নয়ন খান তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। এর জেরে বুধবার দুপুরের পর উপজেলা সদরের দক্ষিণ বিজয়পুর হিজলতলা এলাকায় এবং রাত ৯টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আকন কুদ্দুসুর রহমানের সমর্থক খোকন মোল্লা, মাসুম বেপারী, মামুন বেপারী, স্বপন বেপারী মিলে পাল্টা হামলা চালিয়ে ছাত্রদল নেতা জসিম খান ও নয়ন খানকে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে।

গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর খান জানান, এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সুত্রঃ আমার দেশ 

বিএনপিকর্মীদের হামলায় যুব মৈত্রীর সভাপতি আহত
নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপিকর্মীদের হামলায় জেলা যুব মৈত্রীর সভাপতি ও নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরতলির হুগোলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমানকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাবুল ও তাঁর কর্মীরা পূর্ববিরোধের জের ধরে হুগোলবাড়ীয়া এলাকার চায়ের দোকানি সিরাজুল ইসলামকে মারার জন্য নাটোর স্টেশন রেলগেট থেকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে  জীবন বাঁচাতে সিরাজুল ইসলাম যুব মৈত্রীর নেতা মিজানুর রহমানের হুগোলবাড়ীয়ার বাড়িতে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা মিজানুর রহমানের বাড়ির ভেতরে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা মিজানকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে। মিজানুর দাবি করেন, সিরাজুলকে বাঁচাতে গিয়েই তিনি স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী বাবুল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।সুত্রঃ কালের কণ্ঠ ------------------------------------------------------------------------------------------------JCD let loose terror on DU campus


 
  

































Picture
Activists of Jatiyatabadi Chhatra Dal (JCD), student wing of the BNP, chase and beat up Bangladesh Chhatra League (BCL) supporters including a women student at Dhaka University yesterday (top); later, BCL workers torched a bus in protest near the TSC on the campus (left); JCD activists also ransacked the office room of DUTA President Dr AAMS Arefin Siddique. PHOTO: STAR

 

No comments:

Post a Comment