Tuesday, 11 September 2012 21:08
এরশাদুল বারী কর্ণেল, রাবি
এরশাদুল বারী কর্ণেল, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের অতর্কিত হামলায় ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির সদস্যদের ওপর ছাত্রলীগের নির্মম হামলার একদিনের মাথায় রাজশাহীতে অনুরূপ সন্ত্রাসের ঘটনা ঘটল।
গতকাল সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আহ্বায়ক আরাফাত রেজা আশিক ও সদস্য দেলওয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিত্সার জন্য ওই দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতদের মধ্যে যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, কর্মী রবিন আহমেদ, মাসুদ, মোস্তফা, পাপন, রাশেদ, রিগান ও আরাফাতকে রাজশাহীর বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। এ সময় ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ১০-১২টি যানবাহন ভাংচুর করেন।
ওদিকে গতকালের রাজশাহীর ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রশাসনের ইঙ্গিতে গোয়েন্দা সদস্যদের কুটকৌশলেই ছাত্রলীগ ক্যাডাররা তাদের ওপর এ হামলা চালায়। এদিকে এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাবি ভিসি প্রফেসর এম আবদুস সোবহানকে দুর্নীতিবাজ ও প্রক্টর চৌধুরী মো. জাকারিয়াকে মদখোর আখ্যা দিয়ে আগামী ৩ দিনের মধ্যে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। এছাড়া রাবির সাদা দলের শিক্ষকরাও প্রতিবাদ জানিয়েছেন।
ওদিকে গতকালের রাজশাহীর ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, প্রশাসনের ইঙ্গিতে গোয়েন্দা সদস্যদের কুটকৌশলেই ছাত্রলীগ ক্যাডাররা তাদের ওপর এ হামলা চালায়। এদিকে এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাবি ভিসি প্রফেসর এম আবদুস সোবহানকে দুর্নীতিবাজ ও প্রক্টর চৌধুরী মো. জাকারিয়াকে মদখোর আখ্যা দিয়ে আগামী ৩ দিনের মধ্যে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। এছাড়া রাবির সাদা দলের শিক্ষকরাও প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে ক্যাম্পাসে মিছিলসহ কর্মসূচি পালনের অনুমতি চেয়ে লিখিত আবেদনসহ সোমবার দুপুরে প্রক্টরের সঙ্গে সাক্ষাত্ করে ছাত্রদল নেতাকর্মীরা। পূর্বঘোষিত ওই কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে মিছিল করার জন্য গতকাল সকাল ১১টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করবে এমন সংবাদ গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের কাছ থেকে পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে ক্যাম্পাসে পাল্টা মহড়া দিলে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোয়া ১১টার দিকে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকের নেতৃত্বে কয়েকজন কর্মী ক্যাম্পাসের সিনেট ভবন হয়ে প্রধান ফটকের সামনে আসতে চাইলে পুলিশের সামনেই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির, বহিষ্কৃত নেতা তৌহিদ আল তুহিন ও আখেরুজ্জামান তাকিম, সুদীপ্ত সালাম ওরফে বাইট্টা সালাম ও আরিফের নেতৃত্বে ৩০-৩৫ জন ছাত্রলীগ ক্যাডার হাসুয়া, রামদা, হকিস্টিক, চাকু ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশিকের শরীরের কয়েক জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয় ও দেলওয়ারকে রামদা, হাসুয়া, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিশ্চুপ থাকতে দেখা যায়। দেলওয়ার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছাত্রদল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ও ছাত্রলীগ ক্যাডাররা ছাত্রদল কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। ধাওয়া খেয়ে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অন্তত পক্ষে ১০-১২টি যানবাহনে ভাংচুর চালায়। পরে সেখানেও পুলিশ দ্বিতীয় দফায় ছাত্রদল সমর্থকদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহ্বায়ক আরাফাত রেজা আশিকসহ ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, আমরা আগের দিন প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে মিছিল করার জন্য এসেছিলাম। কিন্তু ক্যাম্পাসের গোয়েন্দা সংস্থা সিটিএসবির ইন্সপেক্টর আফজাল হোসেন প্রশাসনের ইঙ্গিতে কৌশলে আশিকসহ ছাত্রদল নেতাকর্মীদের ডেকে এনে ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দেয় এবং প্রকাশ্যে মারধর করার নির্দেশ দেয়।
ঘটনার সময় উপস্থিত থাকলেও রাজশাহী পূর্ব জোনের ডিসি শাহ গোলাম মাহমুদকে নরিব ভূমিকা পালন করতে দেখা যায়। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারও ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। একজন ছাত্রকে কয়েকজন মারধর করছিল। আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করেছি।
রাবি ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে ছাত্রদল শিবিরকে নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।
এদিকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ঘটনার নিন্দা জানিয়ে আগামী তিন দিনের মধ্যে রাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। গতকাল দুপুরে রামেক হাসপাতালে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। এছাড়া পৃথক বিবৃতিতে ছাত্রদল কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার ও ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছেন সাদা দলের ৩৫১ জন শিক্ষক। গতকাল সাদা দলের আহ্বায়ক প্রফেসর মু. আজহার আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
প্যারিস ভিশন নিউজ
রাবি ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করতে ছাত্রদল শিবিরকে নিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।
এদিকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ঘটনার নিন্দা জানিয়ে আগামী তিন দিনের মধ্যে রাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। গতকাল দুপুরে রামেক হাসপাতালে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। এছাড়া পৃথক বিবৃতিতে ছাত্রদল কর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার ও ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছেন সাদা দলের ৩৫১ জন শিক্ষক। গতকাল সাদা দলের আহ্বায়ক প্রফেসর মু. আজহার আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
প্যারিস ভিশন নিউজ
No comments:
Post a Comment