Friday, February 14, 2014

বিবেক দংশিত একটি দিনঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর

সেদিন নিথর-নীরব হয়ে বসে থাকলাম। নিরুপায়ের মত বসে থাকা ছাড়া কোন পথও ছিলনা। উপায়হীনতার উপলব্ধি আমার জীবনে কম নয়। কিন্তু এ রকম উপলব্ধি, যা জীবনে কল্পনাতেও ছিলোনা? মানুষ এত নির্মম হতে পারে কি! মৃতপ্রায় একজন মানুষের ওপর লাফিয়ে উঠতে পারে এতগুলো মানুষ। 



২৮ অক্টোবর ২০০৬ সালের কথাই বলছি। কোন মানুষের অপরাধ থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে এভাবে মানুষকে পিটিয়ে মারার ইতিহাস এই প্রথম। বনি আদমের রক্তে স্নাত হল বাংলাদেশের রাজপথ।

আজো চোখের সামনে ভাসে ফর্সা মুখের স্টার্মটোর্ড এর ছাত্র মুজাহিদের ছবি আর তার মায়ের আর্তি --কেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে? এমনকি জামায়াতকর্মী হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। মিডিয়ায় ঘটনার ভয়বহতার ভিডিও-ছবি প্রকাশ হবার পর হাবিবুর রহমানকে তারা নিজেদের লোক বলেও চালিয়ে দিতে চেয়েছিল। দেখুন এর প্রমাণ-youtube video


 হায়রে, বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনীতি এবং তাদের নাটকীয় অভিনয় এবং মানবতা!!


মানুষে মানুষে পার্থক্য থাকতে পারে তাই বলে এভাবে মানুষকে পিটিয়ে মারাকে কোন আদম সন্তান সমর্থন করতে পারে না। ধিক্কার সেই সন্ত্রাসী রাজনীতির ধারক নরঘাতকদের, যাদের শাস্তিতো হয়ই নি বরং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দায়ের করা মামলাও সরকারী ক্ষমতাবলে মিথ্যামামলা বলে প্রত্যাহার করা হয়েছেযেন এমন ঘটনা আদৌ কখনো ঘটেনি!!!! 

No comments:

Post a Comment