চট্টগ্রাম: আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছে।
এসময় নগরীর জিইসি মোড় এলাকায় বেপরোয়াভাবে কয়েকটি বেসরকারি ব্যাংকের কাচসহ
দোকান পাট ও গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী এম এ হালিম মিঠু ও মো. ফরহাদ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার(পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা বাংলানিউজকে বলেন,‘জিইসি মোড় এলাকায় ঝামেলা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৭০০ঘণ্টা, ফেব্রুয়ারী ২৬, ২০১৪
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী এম এ হালিম মিঠু ও মো. ফরহাদ।
প্রত্যক্ষদর্শী
সুত্র জানায়, দুপুর আড়াইটার দিকে নগর ছাত্রলীগের ওয়াসিম গ্রুপের এক
কর্মীর উপর হামলায় চালায় আরশেদুল ইসলাম বাচ্চু সমর্থিত কর্মীরা। পরে নগরীর জিইসি
মোড় এলাকায় ওয়াসিম গ্রুপের ছেলেরা জড়ো হয়ে বাচ্চু গ্রুপের এম এ হালিম মিঠু
নামে এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ওয়াসিম গ্রুপের
উত্তেজিত কর্মীরা জিইসি মোড় এলাকায় বেপরোয়াভাবে ব্যাংক, দোকানপাট ও গাড়ি
ভাংচুর করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার(পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা বাংলানিউজকে বলেন,‘জিইসি মোড় এলাকায় ঝামেলা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন,‘দু’পক্ষের সংঘর্ষের
ঘটনায় আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। এদের মধ্যে একজনকে ২৮ নং ওয়ার্ডে অন্যজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে
চিকিৎসা দেওয়া হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১৭০০ঘণ্টা, ফেব্রুয়ারী ২৬, ২০১৪
No comments:
Post a Comment