Friday, February 14, 2014

বাংলাদেশে ছাত্রসন্ত্রাস-তথ্যসন্ত্রাস

আমি আদৌ কোন  রাজনৈতিক দল পছন্দ না সত্যি, কিন্তু সংবিধানসম্মত বহুদলীয় রাজনীতির বিরুদ্ধেও নই। এমনকি গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং পরমতসহিষ্ণুতারও ঘোরতর সমর্থক। কিন্তু তাই বলে রাজনীতি বা দলের ছদ্মাবরণে সন্ত্রাস, দেশ-জাতি, ধর্ম, সংবিধান এবং স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডও তো সমর্থন করা যায়না। 

আমি বিশেষতঃ ছাত্ররাজনীতির নামে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির বিরোধী।  এর মানে এই নয় যে, ছাত্রসংগঠনের ভালো ও গঠনমুলক কোন শিক্ষাবিষয়ক অথবা রাজনৈতিক ইস্যু কিংবা জনগণের জন্য কল্যাণকর কর্মসূচিরও আমি বিরোধী। তবে প্রচলিত কোন রাজনৈতিক দলকে আমি সমর্থন করিনা, যার স্বাধীনতাও সংবিধান আমাকে দিয়েছে।  

সুতরাং আমার এই ব্লগে আমি বিদ্বেষপ্রসূত হয়ে কিংবা কোন দলের প্রতি শত্রুতাবশতঃ নয় বরং একজন সত্যসন্ধানী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে সংঘটিত সত্য ইতিহাসই তুলে ধরতে চাই। আর সমাজকে ছাত্ররাজনীতির নামে দুষ্ট ক্ষত সম্পর্কে সজাগ থাকতেও আহ্বান জানাই, যাতে আমাদের ভবিষ্যৎ সন্তাদের বখে যাওয়া রুখতে পারি। 
     

১৯৭১ সালের পর নবগঠিত বাংলাদেশের ছাত্রসংগঠনগুলো তাদের পূর্বের সুণাম এবং ইতিহাস-ঐতিহ্য সম্পূর্ণ ভুলে গিয়ে নানারকম সন্ত্রাস এবং অপকর্মে জড়িয়ে পড়েছে। ছাত্রত্ব বিকিয়ে দিয়ে কলমের বদলে হাতে নিয়েছে অস্ত্র-বোমা, লাঠি-সোটা আর লগি-বৈঠা। জড়িয়ে পড়েছে আন্তঃকোন্দল চাঁদাবাজী, টেণ্ডারবাজী, নারীধর্ষণ ইত্যাদির মতো জঘন্য মানবতাবিরোধী সব অপরাধ আর নোংরামীতেও। 


বিশেষতঃ বৃহৎ ছাত্রসংঠন যেমন ছাত্রশিবির, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ প্রায় সকল ছাত্রসংঠনের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে একমাত্র ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধেই আন্তঃকোন্দল, চাঁদাবাজি-টেণ্ডারবাজী, নারীধর্ষণ ইত্যাদির মতো জঘন্য অপরাধ সংগঠনের কথা শোনা যায়না বা মিডিয়ায় দেখা যায়না।  

তাই এই ব্লগে সন্ত্রাসে জড়িত ছাত্রসংগঠনগুলোর নেগেটিভ কর্মকাণ্ড এবং সন্ত্রাসসংক্রান্ত তথ্য-প্রমাণসমুহ তুলে ধরার চেষ্টা করবো। শুধুমাত্র প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার তথ্য-প্রমাণ, ছবি-ভিডিও'র ভিত্তিতেই অপকর্মে জড়িত ছাত্রসংগঠনগুলোর অপকর্মই এখানে তুলে ধরা হবে নিরপেক্ষভাবে।  কারো বিরুদ্ধে সন্ত্রাসবিষয়ক কোন আগাম বা মনগড়া কাল্পনিক তথ্য বা ভবিষ্যতবাণীর স্থান এ ব্লগে নেই।  

তবে আমার সংগৃহীত তথ্যে ভুল বা অতিরঞ্জিত কিছুর প্রমাণ কেউ দিলে বা আমার অনিচ্ছাকৃত প্রকৃত ত্রুটি সংশোধন করে দিলে আমি প্রমাণসাপেক্ষে তা গ্রহণ করবো।  বৃহৎ সংগঠন হিসেবে তাই যথাক্রমে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, জাতীয় ছাত্রসমাজ এর সন্ত্রাসের বিবরণ থাকবে এখানে।  

No comments:

Post a Comment