Tuesday, February 25, 2014

চারঘাটে আ.লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ : পাথরঘাটায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা

ডেস্ক রিপোর্ট

চারঘাটে আহত ৫ : রাজশাহীর চারঘাটে আ.লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রামেক হাসপাতালে এবং অপর দু’জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
মঙ্গলবার ডাকরা ডিগ্রি কলেজ চত্বরে চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড আ.লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি আহ্বান করা হয়। নতুন কমিটিতে ডাকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ফয়সাল বিপুল ও সহকারী শিক্ষক মাহাবুর রহমান সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়। আগের কমিটির সভাপতি আবুল কাসেম ও সাহাজামান সাধারণ সম্পাদক সাহাজামানের লোকজন আগের কমিটি বহাল রাখার দাবি জানালে উভয় গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।

পাথরঘাটায় আহত ১ : বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চরদুয়ানি ইউপি মেম্বার হারুন অর রশিদ। মঙ্গলবার পাথরঘাটা থানার ১শ’ গজের মধ্যে সদর ইউনিয়ন পরিষদ অফিসের সামনের রাস্তায় সরকারদলীয় সমর্থক হিসেবে পরিচিত কতিপয় বখাটে উচ্ছৃংখল যুবক তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে জহুরা খাতুন মাতৃমঙ্গল ক্লিনিকে ভর্তি করান। এ হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম মতিউর রহমান মোল্লা। তাকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল নেয়ার প্রস্তুতি চলছে।

কমলনগরে আহত ২ : লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল-ছাত্রদলের দু’নেতাকর্মীকে বেদম মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল উপজেলার হাজিরহাট বাজারে ইউনিয়ন যুবদল নেতা চর জাঙ্গালীয়া গ্রামের নুর নবীকে হাজিরহাট বাজার থেকে ও স্থানীয় উপকূল কলেজ ছাত্রদলের নেতা দ্বাদশ শ্রেণীর ছাত্র অনিক মাহমুদকে কলেজ থেকে উঠিয়ে নিয়ে রক্তাক্ত জখম করে কমলনগর থানা পুলিশের হাতে ধরিয়ে দেয়। উপজেলা বিএনপি স্থানীয় হাজিরহাটে বিক্ষোভ মিছিল বের করলে যুবলীগ-ছাত্রলীগ বাধা দিলে ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন গ্তুতর আহত হয়েছে। সোমবারের সংঘর্ষে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হওয়ার জের ধরে উপজেলাব্যাপী উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় যুবদল-ছাত্রদলের এ দুই নেতাকে জখম করে পুলিশে সোপর্দ করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।
বগুড়ায় আহত ১ : বগুড়ায় আওয়ামী লীগের মিছিল থেকে শহরের সাতমাথা ও আশপাশে টানানো বিএনপি নেতাদের মুক্তির দাবি সংবলিত অসংখ্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাংচুর করেছে। ভাংচুর করেছে ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংক। শিবির ভেবে এক ইন্স্যুরেন্স কর্মকর্তাকে রাম দা দিয়ে কুপিয়েছে ছাত্রলীগ। জামায়াতে ইসলামীর শহর অফিসেও ভাংচুরের চেষ্টা করেছে তারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের শহরে জড়ো করা হয়। শহরের মাটিডালি থেকে একটি মিছিল দলীয় কার্যালয়ে আসার পথে আওয়ামী লীগের কর্মীরা দত্তবাড়ীতে ইসলামী ব্যাংক বড়গোলা শাখায় হামলা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাংকের সামনের অংশে লাগানো গ্লাস ভেঙে ফেলে।


No comments:

Post a Comment