Wednesday, February 19, 2014

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রলীগ আতঙ্ক

 ঢাকা ১৩ ফেব্র“য়ারি ২০১৪, ১ ফাল্গুন ১৪২০,১২ রবিউস সানি 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রলীগ আতঙ্ক বিরাজ করছে। হল দখল নিতে ছাত্রলীগের হামলার ঘটনায় এ আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে।১
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল দখলে নেবে ছাত্রলীগ এমন প্রচার-প্রচারণা চালিয়ে দলীয় নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় হলে হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রী হলের প্রবেশ গেট ভাঙচুর করে ইটপাটকেল ছুড়ে ছাত্রীদের হল ছাড়তে বলে। কিন্তু ছাত্রীরা হল না ছেড়ে দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। তখন চারুকলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী মাইশা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি জাকিবুল হাসান রনি হল দখল নেয়ার কোনো ঘটনা ঘটেনি দাবি করে বলেন, ছাত্রলীগর্মী চারুকলার দুই ছাত্রীকে অপরিচিত নম্বর থেকে থ্রেট করাকে কেন্দ্র করে একটু বাকবিতণ্ডা হয়েছে। হল দখলের নামে ঘটনাটিকে ভুল প্রচার করা হয়েছে।
হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও যে কোনো সময় ফের ছাত্রলীগ নেতাকর্মীরা হল দখল নিতে হামলা চালাতে পারে। এ আশঙ্কায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাটছে না।
সহকারী হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন। 
বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহিতুল আলম জানান, ছাত্রলীগ হল দখল নিতে নয়, মূলত তাদের কিছু সমর্থক সিট বরাদ্দ পেতে কর্তৃপক্ষকে চাপে ফেলতে চেষ্টা করছে। তিনি জানান, আপাতত পরিস্থিতি শান্ত আছে। আজকের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।


No comments:

Post a Comment