চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদলকর্মীকে বেদম পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ক্যাডাররা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
চবিতে ছাত্রলীগের হামলা, তিন ছাত্রদল কর্মী আহত : চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আবারো ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে চবি জিরো পয়েন্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. জুনাইদ হোসেন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের বদরুজ্জামান সুমন এবং মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী আবু তাহের।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার রাত সোয়া ১০টায় আহত তিন ছাত্রদল কর্মী হোটেল থেকে খাবার খেয়ে রুমে ফেরার পথে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। চবি ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ভিএক্স গ্রুপের মামুনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগকর্মী লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এদের মধ্যে জুনাইদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিত্সকরা।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘আহতদের উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে চবি ছাত্রলীগের এক নেতা বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে চায়, তাই ছাত্রলীগ বাধা দেয় এবং এসব কর্মী বুধবার সকালে শাটল ট্রেন অবরোধ করার চেষ্টা করেছিল’।
উল্লেখ্য, গত মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে চবি ছাত্রদলের মিছিলেও হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় ছাত্রদল কর্মী ইমরানসহ চারজন আহত হয়।
চিতলমারীতে সংঘর্ষ-ভাংচুর, আহত ৫০ : বাগেরহাট প্রতিনিধি জানান,
No comments:
Post a Comment