Tuesday, March 4, 2014

চবি মেডিকেল সেন্টারে ছাত্রলীগের হামলা ডাক্তারকে মারপিট


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ২ দফা হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। 
হামলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল হোসেন, এ্যাম্বুলেন্স চালক জগির আহমেদ ও পিয়ন তাজুল ইসলাম আহত হয়েছে। এ সময় ভয়ে চিকিৎসা কেন্দ্র ছেড়ে চলে যায়। 
জানা যায়, ছাত্রলীগের এক অসুস্থ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য মেডিকেল সেন্টারে এ্যাম্বুলেন্সের জন্য কয়েক দফা ফোন করা হয়। এ্যাম্বুলেন্স পাঠাতে দেরি হলে ক্ষিপ্ত হয়ে রাতে শাহজালাল হলের সামনে গাড়ি চালক জগির আহমেদকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। পরে এ্যাম্বুলেন্স নিয়ে ক্যাম্পাস ছাড়ে একদল ছাত্রলীগ কর্মী। অপর একদল কর্মী লাঠিসোটা নিয়ে সেন্টারে হামলা চালায়। 
এ সময় তারা ডা. মোস্তফা কামাল হোসেনকে মারতে গেলে পিয়ন ও অন্যান্য কর্মচারীরা বাধা দেয়ায় ছাত্রলীগ কর্মীরা পিয়ন তাজুল ইসলামকে বেধড়ক মারধর করে। তারা চিকিৎসক মোস্তফা কামালকেও মারধর এবং চিকিৎসক কামরুন্নেছার কক্ষের দরজা ভাংচুর করে।

No comments:

Post a Comment