Tuesday, March 4, 2014

দোকান পোড়ালেন জগন্নাথের শিক্ষার্থীরা

ক্যাম্পাসে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ ব্যানার লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত দিকে সমবায় ব্যাংকের একটি জমির সীমানাপ্রাচীর ভেঙে সেখানে থাকা ফুটপাতের কয়েকটি বন্ধ দোকান পুড়িয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তাঁরা সেই জমির প্রবেশ ফটকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ব্যানার লাগিয়ে দেন।

ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে আজ মঙ্গলবার ব্যাংকটির প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা দুইটার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
এ সময় ভিক্টোরিয়া পার্কসংলগ্ন এলাকায় কয়েকজন পুলিশ সদস্য ক্যাম্পাসের দিকে আসতে চাইলে তাড়া দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ সদস্যরা ঢাকা দায়রা জজ আদালত প্রাঙ্গণে ঢুকে পড়লে শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য করে সেখানেই ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম শিক্ষার্থীদের শান্ত করেন। পরে শিক্ষার্থীরা ফিরে এসে আবার ঢাকা ব্যাংকের শাখায় ইট ছোড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ টায়ার জ্বেলে ভিক্টোরিয়া পার্ক এলাকায় জনসন রোড অবরোধ করে রেখেছেন। এতে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবায় ব্যাংকের ওই জমিতে কয়েকটি চৌকির ওপর শীতের কাপড়রের ২০-২৫টি দোকান ছিল। তবে সেখানে কোনো দোকানি ছিলেন না। বেলা একটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই জমির সীমানাপ্রাচীর ভেঙে এসব কাপড়ে আগুন ধরিয়ে দেন। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।
বেলা ১১টার দিকে হল উদ্ধার সংগ্রাম পরিষদ ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষক সমিতি। সেখান থেকে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে ব্যাংকের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এ সময় ব্যাংকের ভেতরে অনেকেই আটকা পড়েন। এমনকি বাইরে থেকেও কেউ ব্যাংকে ঢুকতে পারছেন না। দুপুর ১২টার দিকে ব্যাংকের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’ ব্যানার লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment