Sunday, March 2, 2014

‘যেখানেই জামায়াত শিবির সেখানেই প্রতিরোধ’ ঘোষণা ছাত্র সংগ্রাম পরিষদের

যেখানেই জামায়াত-শিবির সেখানেই প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। 

সমাবেশে নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই ছাত্র শিবির বা জঙ্গী মৌলবাদী সংগঠন পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিরোধ করা হবে। ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারাদেশে জামায়াত-শিবির মৌলবাদবিরোধী অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তাঁরা। 

নেতৃবৃন্দ বলেন, সারাদেশে ছাত্র শিবির যে মধ্যযুগীয় বর্বরতায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের সময়ে যে মৌলবাদী চক্র এদেশে স্বাধীনতার বিরুদ্ধে অপরাজনীতি করেছিল তাদের উত্তরসূরি খুনী শিবির চক্র সারাদেশের শিক্ষাঙ্গনে রগ কাটা ও মানুষ হত্যার অপরাজনীতি অব্যাহত রেখেছে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ শি¶ার্থীকে হত্যা ও অসংখ্য শি¶ক-ছাত্রকে আহত করা এরই প্রমাণ। শিবিরের এই অপরাজনীতি ছাত্র সমাজ কখনই মেনে নেবে না।
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি হোসাইন আহমেদ তফসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়া, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তানভীর রুসমত, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল হামিদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদি হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।

No comments:

Post a Comment