Saturday, March 1, 2014

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম : গৌরনদীতে ছাত্রলীগের হামলা আহত ৫














চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের কোন্দলের জেরে শুক্রবার রাতে ও গতকাল বিকালে পাল্টাপাল্টি হামলায় দু’পক্ষের দু’নেতা রক্তাক্ত জখম হয়েছেন। 
ছাত্রলীগ নেতাকর্মীরা গতকাল দুপুরে বরিশালের গৌরনদীতে হামলা চালিয়ে মোটরসাইকেলের ৫ চালককে আহত করেছে। সিরাজগঞ্জ পৌর এলাকায় সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কোন্দলে ২ নেতাকে কুপিয়ে জখম : চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের কোন্দলের জেরে শুক্রবার রাতে ও গতকাল বিকালে পাল্টাপাল্টি হামলায় দু’পক্ষের দু’নেতা রক্তাক্ত জখম হয়েছেন। একই সঙ্গে শহরে অবৈধ অস্ত্রের মহড়া প্রদর্শনের পাশাপাশি বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

খোদ পুলিশের সামনে অবৈধ অস্ত্র প্রদর্শনের প্রতিযোগিতা চললেও পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসান তারিকের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শরীফ হোসেন দুদু সমর্থিত নেতা জনিকে শুক্রবার রাতে শহরের পান্না সিনেমা হলের সামনে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। তার অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিত্সার জন্য তাকে রাজশাহী পাঠানো করা হয়।

এ হামলার পর পরই তার পক্ষের নেতাকর্মীরা রাতেই শহরের ইর্মাজেন্সি রোডের বাসিন্দা ছাত্রলীগ নেতা রাজুর বাড়িতে হামলা করে ভাংচুর ও আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে হামলা পাল্টা হামলার জেরে গতকাল সকাল থেকে চুয়াডাঙ্গা শহরে বিবদমান দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এরই বহিঃপ্রকাশ ঘটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে। বেলা ১২টার দিকে তারেক পক্ষের নেতা কলেজ ছাত্রলীগের উপ-সম্পাদক রাসেলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। 

এ খবর জানাজানি হলে গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলে দু’পক্ষের অবৈধ অস্ত্রের মহড়া। বেলা সাড়ে ১২টার দিকে শহরের শেকড়াতলা মোড় এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এর কিছুক্ষণ পর শহরের আরামপাড়ার যুবলীগ নেতা হাসানের বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয় দুটি মোটরসাইকেল। এ সময় হাসানের স্ত্রী, মা ও বড় বোনকে লাঞ্ছিত করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। হাসান ও জাবিদ জেলা ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদু পক্ষের নেতা।


গৌরনদীতে ছাত্রলীগের হামলায় আহত ৫ : মোটরসাইকেল চেয়ে না পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা গতকাল দুপুরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভাড়ায়চালিত মোটরসাইকেলের (প্রটোকল) অফিসে হামলা চালিয়ে মোটরসাইকেলের ৫ চালককে আহত করেছে। গুরুতর আহত এক চালককে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


মোটরসাইকেল চালকরা জানান, উপজেলা ছাত্রলীগের সহ-প্রচার সম্পাদক শাকিব আহম্মেদ রায়হান বেপারী গতকাল দুপুর ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে ভাড়ায়চালিত মোটরসাইকেল অফিসে গিয়ে সুমন মোল্লার কাছে একটি মোটরসাইকেল চান। মোটরসাইকেল দিতে চালক সুমন অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগ নেতা রায়হান চালকদের গালাগাল করে লাঞ্ছিত করে চলে যান। কিছুক্ষণ পর রায়হানের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫ নেতাকর্মী গৌরনদী বাসস্ট্যান্ডস্থ ভাড়ায়চালিত মোটরসাইকেলের অফিসে হামলা চালিয়ে মোটরসাইকেল চালক শাওন হাওলাদার, রাকিব, মো. জামাল, বাবু মীর, জনি শরীফকে মারধর করেন। এ সময় হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর করে।




No comments:

Post a Comment