Sunday, March 2, 2014

ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়ন নেতা আহত





এম.সি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মতিউর রহমান ও এম.সি কলেজ সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ আহত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ সিলেটের আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সিলেট জেলা সাধারণ সম্পাদক লোকমান আহমদ।

বক্তারা বলেন, গত ২৪ নভেম্বর বেলা ২টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মতিউর রহমান ও এম.সি কলেজ শাখার সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ কলেজের সাংগঠনিক কার্যক্রম শেষে ফেরার পথে কলেজ গেটের সামনে ছাত্রলীগ জেলা শাখার বাতিল ঘোষিত কমিটির সভাপতি হিরণ মাহমুদ নিপুর অনুসারী জাকারিয়াসহ ২০-২৫ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত আক্রমণ করে মতিউর ও বিশ্বপাকে গুরুতর আহত করে। 

তারা বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গত ১৫ সেপ্টেম্বর সিলেট কোর্ট পয়েন্টে সিপিবি বাসদের বিভাগীয় সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে সিপিবি কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২০-২৫ জন নেতাকর্মীকে আহত করে। এই ঘটনার পর সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন। এরপর থেকেই ছাত্রলীগের সন্ত্রাসীরা অভিযোগ প্রত্যাহারের জন্য ছাত্র নেতাদের ওপর নানা রকম চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 

No comments:

Post a Comment