Saturday, March 1, 2014

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ককটেল নিক্ষেপ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ককটেল নিক্ষেপ

police

আমাদের সিলেট ডটকম:

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে ক্যাম্পাস থেকে ছাত্রদল কর্মীদের তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। আজ দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে আজ দুপুর ১২টার দিকে খোজারখলাস্থ ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল বের করে কলেজ শাখা ছাত্রদলের একাংশ। পার্শ্ববর্তী বরইকান্দির বাসিন্দা জনৈক সুজন মিয়ার নেতৃত্বে ৬০/৭০ জনের মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের কাছে গিয়ে ক্যাম্পাস সড়কে প্রবেশে চেষ্টা করে। 

এ সময় আগে থেকেই প্রতিভা ছাত্রাবাসের সামনে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। তারা ছাত্রাবাসের ছাদ থেকে ছাত্রদল কর্মীদের লক্ষ্য করে অন্ততঃ ১০ টি ককটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল কর্মীদের ধাওয়া করে বরইকান্দির দিকে তাড়িয়ে দেয়। ছাত্রদল কর্মীরা আল সামছি কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নিয়ে কিছুক্ষণ পর পর ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় সিলেট-কামালবাজার সড়কে প্রায় আধ ঘন্টার মত যান চলাচল বন্ধ থকে। বেলা দেড়টার দেক ক্যাম্পাসে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ বেরিয়ে এসে আবারো ছাত্রদল কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। বেলা ২টার দিকে সিলেট-কামালবাজার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসের আশে পাশে ও ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র জানায়, ইনস্টিটিউটে ছাত্রদলের নিজস্ব কোন কমিটি নেই। ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন সমর্থিত একটি গ্রুপের নেতৃত্ব দিচেছন সুজন মিয়া। অন্যদিকে, বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুলের সমর্থিত ছাত্রদলের অপর অংশের নেতৃত্বে দিচ্ছেন নাজমুল। ফলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রদলের কোন তৎপরতা নেই। অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা বিধান চন্দ্র সাহার সমর্থিত শাখা ছাত্রলীগ সভাপতি কৌশিক চন্দ্র রিমির একক আধিপত্য বিরাজ করছে ক্যাম্পাসে। গতকাল সোমবার ছাত্রলীগের নেতাদের কাছে ক্যাম্পাসে মিছিল করার অনুমতি চায় ছাত্রদলের সুজন মিয়া গ্রুপ। কিন্তু ছাত্রলীগ মিছিল করার অনুমতি দেয়নি। ফলে, আগে থেকেই দক্ষিণ সুরমা থানায় খবর দিয়ে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে রাখে ছাত্রলীগ।

No comments:

Post a Comment