Saturday, February 22, 2014

মুন্সীগঞ্জে ছাত্রলীগ দু’গ্রুপে সংঘর্ষ




















মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারী ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গতকাল ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

মুন্সীগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারী ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গতকাল ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হলে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা একটার দিকে শহরের পুরনো কাচারী এলাকায় দক্ষিণ কোর্টগাঁও এলাকার ছাত্রলীগ কর্মী শাহ জালাল ও মধ্য কোর্টগাঁও এলাকার অপর ছাত্রলীগ কর্মী আসিফের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দু’পক্ষ প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নড়াইলে আ.লীগের দু’গ্রুপে গোলাগুলি : নড়াইলের লোহাগড়ায় একটি মাল্টিপারপাস কোম্পানিতে লগ্নিকৃত টাকা ফেরত চাওয়া নিয়ে নড়াইল-২ আসনের এমপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর ভাগ্নি-জামাই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মেছোঘোনা গ্রামের গার্মেন্ট ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ২০০৭ সালে ঢাকার প্রিমিয়ার ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ২০ হাজার টাকা জমা দিয়ে অর্থ লগ্নি শুরু করেন। বর্তমানে ওইপ্র্রতিষ্ঠানেপ্র্রায় ১৬ লাখ লগ্নিকৃত টাকা পাওনা রয়েছে বলে কামরুজ্জামান টুকু দাবি করেছেন। পাওনা টাকা আদায় করতে গতকাল দুপুর ১২টার দিকে ওই ব্যবসায়ীর আত্মীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না তার ১৪-১৫ জন অনুসারীকে নিয়ে প্রিমিয়ার ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের সঙ্গে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দেখা করেন।
এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাজ্জাদ হোসেন মুন্নার সমর্থকরা কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের ওপর চড়াও হলে আত্মরক্ষার জন্য খান জাহাঙ্গীর আলম নিজের লাইসেন্স করা অত্যাধুনিক পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় উপজেলা চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুত্রঃ আমার দেশ 

No comments:

Post a Comment