নভে. 14
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে চট্টগ্রাম শহরমুখী ট্রেনের একটি বগিতে ভাড়া আদায়ের ঘটনা ঘটে।১
“উনারা ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচয় দেন। আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া হিসাবে ১০ টাকা করে নেন।”
এভাবে ওই বগিতে থাকা প্রায় অর্ধশত ভর্তিচ্ছুর কাছ থেকে টাকা আদায় করা হয় বলে পরীক্ষা দিতে আসা আরেক শিক্ষার্থী জানান।
ভাড়ার নামে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালযের ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকার কথা নয়। তারপরও ছাত্রলীগের নাম ব্যাবহার করে কেউ যদি এ রকম ঘটনা ঘটিয়ে থাকে, তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ‘ভাড়া’ আদায়ের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিপু।
তিনি বলেন, যেখানে ভর্তিচ্ছুদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনা ভাড়ায় শাটল ট্রেনে যাতায়াতের সুযোগ দিয়েছে, সেখানে ছাত্রলীগের ভাড়া আদায়ের ঘটনা আমাদের মানসম্মান ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রক্টর সিরাজ উদ দৌল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধরতে পারলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে ধরাটাই তো কঠিন।”
No comments:
Post a Comment