Wednesday, February 19, 2014

উল্লাপাড়ায় ২ কেন্দ্রের ভোট স্থগিত, আটক ছাত্রলীগ নেতা

2014-02-19 19:50:00

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুটি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র থেকে প্রায় ছয়শতাধিক সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধার করা হয়। অপর কেন্দ্রটিতে ব্যালট পুড়িয়ে ফেলায় ভোট স্থগিত করা হয়। 

এদিকে ওই উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে একটি বিদেশি পিস্তলসহ এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ভোট গ্রহণের শুরু থেকেই উল্লাপাড়া উপজেলার এম আকবর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নানা অনিয়ম শুরু হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সাংবাদিকরা ওই কেন্দ্রে গেলে তাদের হাতে দু
টি বুথে সরকার দলীয় প্রার্থীদের প্রতীকে সিল দেওয়া ছয়টি ব্যালট পেপার বই ধরা পড়ে। 

পরে সাংবাদিকদের সহায়তায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা ব্যালট পেপারগুলো উদ্ধার করে। ওই কেন্দ্রটির ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী লাঞ্ছিত হয়। 

ওই কেন্দ্রটিতে ব্যালট পেপারে সিল দেওয়ার বিষয়টি স্বীকার করে এম আকবর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিখিল চন্দ্র ঘোষ বাংলানিউজকে জানান, নির্বাচনের দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে জোরপূর্বকভাবে ছাত্রলীগকর্মীরা ব্যালট পেপারে সিল দেয়। 

এদিকে উপজেলার নওসন্দা দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার জের ধরে দু
টি ব্যালট পেপার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর ওই কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়।

এছাড়া একই উপজেলার লাহিড়ী মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি বিদেশি পিস্তলসহ অরেঞ্জ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। অরেঞ্জ লাহিড়ী মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের ছেলে।

উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম আলম বাংলানিউজকে এ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪



No comments:

Post a Comment